ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে
ইদানিং মোবাইল অপারেটর কোম্পানীগুলো কল রেট কমানোর কথা বলে ভুতুড়ে বিল নিচ্ছে। আমি আরও ব্যবহার করি বিজনেজ সলিউশন। এই প্যাকেজে কি সলিউশন আছে আমার জানা নাই। পুরা ফাউল একটা প্যাকেজ। বিল কি মিনিটে না সেকেন্ডে কিছুই বুঝা যায় না।
এর মধ্যে নতুন চালু হইছে একটা অফার দিলেই তা আবার এসএমএস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করে অন করতে হবে। তাও আবার ৭ দিন অন্তর অন্তর রেজিঃ করে সুবিধা চালু রাখতে হবে। আহা কি মামুর বাড়ির আবদার। আমরা দিব্বি করেই যাচ্ছি।
গ্রামীণ ফোনের কথাই দরুন, এর গ্রাহক সংখ্যা ২ কোটির উপরে সবাই একটা করে এসএমএস করলে এরা কত টাকা এসএমএস থেকে আয় করে।
অন্যান্য অপারেটরগুলোও বর্তমানে এ সিষ্টেমে গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে। আচ্ছা রাত ১২ টায় কেউ গরু রচনা, ছাগলের রচনা শিখে। পড়ার টাইমেই পড়ে না, আবার অটাইমে পড়া লেখা যত সব ফাউল সিষ্টেম। আবারও কারও দরুন আধা ঘন্টা টানা কথা বলার প্রয়োজন নাই। সে আবার এ প্যাকেজ ব্যবহার করলে তার ক্ষুদ্র সময়ের জন্যও আধা ঘন্টার বিল কেটে নিবে।
না হয় তাকে এসএমএস করে পুনরায় পূর্বের পদ্ধতিতে আসতে হবে।
আর দেখুন না কোম্পানী তাদের এ সুবিধাগুলো প্রচার করার জন্য লাখ লাখ টাকার এড প্রচার করে। হায়রে আল্লাহ এ সুবিধাগুলো গ্রাহকদের দিলে গ্রাহকরা না কি উপকৃত হত।
নতুন বেনিয়া মোবাইল অপারেটরগুলোর এ অপ থাবা থেকে কবে আমরা উদ্ধার পাব, কবে তাদের শুভ বুদ্ধি হবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।