আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলে ছবি এবং তারপর.......

ডা: শাহরিয়ারের পোষ্ট
একটি ভিন্ন অথচ দরকারী প্রসঙ্গে অল্প কিছু কথা বলব, আমাদের সমাজ এখন ছবির সমাজ। প্রায় সবার কাছেই ক্যামেরা এবং পকেটে পকেটে মোবাইল ক্যামেরা রয়েছে, প্রতি নিয়ত আমরা ছবি তুলছি। নিজেদের ছবি, প্রিয়জনদের ছবি বা ভালোবাসার ছবি। দূর্বল বা অসতর্ক অনেক মূহুর্তের অনেক ছবি আমরা মোবাইলে তুলে ফেলি। সেইসব অসতর্ক ছবি কোন ভাবে অসৎ কারো হাতে পড়লে খুবই বিপদজনক পরিস্থিতি সৃষ্টি হয়।

বিশেষত মেয়েদের জন্য। এক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ** ছবি ডিলিট করে দিলেই সেটি মুছে যায় না, খুব সহজেই আপনার ডিলিট করা ছবি ডাটা রিকভারি সফটওয়ার দিয়ে ফিরিয়ে আনা যায়। একেবারে মুছে ফেলতে হলে কার্ড বা মেমরি অন্তত ফরম্যাট করে ফেলা ভালো। ** আপনার ফোন বা ক্যামেরা সারাতে দেবার সময় বা বিক্রি করে ফেললে মেমরী কার্ডটি না দেওয়াই উচিত। দিলেও ফরম্যাট করে দিন।

** ফোন মেমরীতে ছবি না তুলে মেমরী কার্ডে ছবি তুলে রাখাটা কিছুটা নিরাপদ। ** কোন অবস্থাতেই স্পর্শকাতর ছবি ইমেইল, MMS করবেন না। প্রাপক ছাড়াও অনেকে ছবিটি দেখতে পারবে ( সার্ভারের কারনে ) ** মোবাইলে স্পর্শকাতর ছবি না তোলাই নিরাপদ, এরকম একটি মোবাইল ছিনতাই হয়ে টেলিভিশনের এক তারকা চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন। ** প্রিয় মানুষটির মিষ্টি কথায় বিভ্রান্ত হয়ে কখনই কোন স্পর্শকাতর ছবি তুলবেন না। নানান কারনে, এমনকি প্রিয় মানুষটির অনিচ্ছা সত্বেও আপনার ছবিটি ছড়িয়ে পড়তে পারে।

** Web Cam এ অসর্তক থাকবেন না। আশা করি আপনারা ছবির ব্যাপারে সাবধান হবেন এবং আমার সাম্প্রতিক রোগীনির মত এক মুহুর্তের ভুলে একটি ছবি তুলে ভয়াবহ দুঃশ্চিন্তায় থেকে অবশেষে বিষন্নতায় আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে যাওয়া থেকে বেচে থাকবেন। পাঠকরা এই প্রসঙ্গে আরো কোন টিপস থাকলে জানান প্লিজ। ছবির তোলার সাবধানতার বিষয়গুলি দয়া করে আপনার প্রিয়জনদের জানিয়ে সচেতন করুন।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.