সত্য জানতে চাই
গতকাল একটি ব্লগে বীপহীন কলরেকর্ড সম্পর্কে জানতে চেয়েছিলেন একজন। যারা মন্তব্য করেছেন, তারা সবাই বলেছেন, এটা সম্ভব নয়। আসলে কিন্তু এটা সম্ভব।
আমি এখানে নতুন। তাই আমাকে মন্তব্য করতে দেয়া হয়নি।
সেজন্য বাধ্য হলাম সরাসরি ব্লগ লিখতে।
আপনারা যারা মোবাইলে কল রেকর্ড করার সময় বীপ শব্দ বন্ধ রাখতে চান, তারা beepoff_25167.sis সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি ইনস্টল করার পর এটি চালু করুন। অপশন থেকে একটিভ করুন। আবার অপশনে গিয়ে হাইড করুন।
ব্যাচ, এখন থেকে আপনার মোবাইলের বীপ শব্দ বন্ধ।
বলা বাহুল্য, কখনো মোবাইল বন্ধ করলে, আপনাকে ম্যানুয়ালি প্রোগ্রামটি আবার একটিভ ও হাইড করতে হবে। তবে আপনি যদি চান মোবাইল চালু হওয়ার সাথে সাথে এটিও চালু হোক তাহলে, autoexec60.sis সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটি দ্বারা মোবাইল চালু হওয়ার সময় কোন কোন প্রোগ্রাম চালু হবে তার তালিকা তৈরী করা যায়।
কল রেকর্ড করার জন্য Symbianware_CallRecorder_v1.03_NEW_CRACKED_SMPDA.sis সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
এর মাধ্যমে আপনি চাইলে এমনভাবে কল রেকর্ড সেট করতে পারেন যে, কল ইন/আউট হলে আপনাকে জিজ্ঞেস না করেই তা রেকর্ড হয়ে যাবে।
উক্ত সফটওয়্যার তিনটি নীচের এড্রেস থেকে ডাউনলোড করতে পারেন।
Click This Link
এখান থেকে CallRecorder.zip ফাইলটি ডাউনলোড করে, এটিকে আনজিপ করলেই এর মধ্যে উক্ত ফাইল ৩টি পাবেন।
আশা করি ব্লগটি আপনাদের কাজে লাগবে।
মন্তব্য দিবেন।
ভাল থাকুন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।