বাঙলা কবিতা
পোয়েট ট্রি ফেব্রুয়ারি ২০১০ সংখ্যাটি___ পদ্য সংখ্যা ;
এ সংখ্যায় মনোনীত যে কোনও কবির দুটি করে কবিতা (গীতি কবিতা / পদ্য ) ছাপা হবে___
অন্তত ৩/৪ টি লেখা পাঠাতে হবে।
সাথে একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ( জন্ম তারিখ ও সাল, জন্মস্হান, প্রকাশিত গ্রন্থ থাকলে নাম ও প্রকাশকাল...ইত্যাদি)
লেখা কুরিয়ার এ / ডাকে / e-mail এ পাঠানো যাবে; ই-মেইল করলে SutannyMJ font ব্যবহারের পরামর্শ রইলো। কুরিয়ার এর ক্ষেত্রে continental কুরিয়ার এ প্রাপকের সুবিধা বেশি।
কুরিয়ার / ডাক ঠিকানা :
রহমান হেনরী
বাড়ি#৩১৯/৫ বি, সড়ক#০২
বায়তুল আমান হাউজিং সোসাইটি
আদাবর, ঢাকা
e-mail :
লেখা ২৫ নভেম্বরের মধ্যে পাওয়া যাবে, এমনভাবে পাঠালে সম্পাদক কৃতজ্ঞ বোধ করবেন।
(এই আহ্বান সামু / ফেইসবুক ব্যবহার করেন না এমন কবিদের জন্যও প্রযোজ্য হবে।
কাজেই আপনি আপনার বন্ধু কবিকেও "লেখা আহ্বান" টি জানিয়ে 'পোয়েট ট্রি' কে সহযোগিতা করবেন, আশা করছি। )
নিরস এই ঘোষণা পাঠের শ্রমস্বীকার করায় , আপনাকে নিচের পদ্য দুটি পাঠে সরস ও চাঙ্গা হতে প্ররোচিত করছি :
তীরে কী প্রচণ্ড কলরব
" জলে ভেসে যায় কার শব
কোথা ছিলো বাড়ি? "
রাতের কল্লোল শুধু বলে যায়___ "আমি স্বেচ্ছাচারী। "
সমুদ্র কি জীবিত ও মৃতে
এভাবে সম্পূর্ণ অতর্কিতে
সমাদরণীয়?
কে জানে গরল কিনা প্রকৃত পানীয়
অমৃতই বিষ!
মেধার ভিতর শ্রান্তি বাড়ে অহর্নিশ।
তীরে কী প্রচণ্ড কলরব
" জলে ভেসে যায় কার শব
কোথা ছিলো বাড়ি? "
রাতের কল্লোল শুধু বলে যায়___ " আমি স্বেচ্ছাচারী। "
( শক্তি চট্টোপাধ্যায় / আমি স্বেচ্ছাচারী )
২.
কী বুঝেছে সে-মেয়েটি?
সে বুঝেছে রাজুমামা মায়ের প্রেমিক।
কী শুনেছে সে-মেয়েটি?
সে শুনেছে মায়ের শীৎকার।
কী পেয়েছে সে-মেয়েটি? ___ সে পেয়েছে জন্মদিন?
চুড়িদার, আলুকাবলি___ কু-ইঙ্গিত মামাতো দাদার।
সে খুঁজেছে ক্লাস নোট, সাজেশন___
সে ঠেলেছে বইয়ের পাহাড়
পরীক্ষা, পরীক্ষা সামনে___ দিনে পড়া, রাত্রে পড়া___
ও পাশের ঘর অন্ধকার
অন্ধকারে সে শুনেছে চাপা ঝগড়া, দাঁত নখ,
ছিন্ন ভিন্ন মা আর বাবার।
( জয় গোস্বামী / যে-ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।