আমাদের কথা খুঁজে নিন

   

আমার সকাল বেলার ঘুম

আমাকে মেঘের দলই চেনে

আমার সকাল হয় বেলা ১২ টায়। আর ভোর হয় তারও আগে বেলা ১১.৩০ । আমিতো আমিই। আর তাইতো সকালের নাসতা আর দুপুরের ভাত আমার এক বসায় খাওয়া হয়। সবাই বলে আমার ঘুম অনেক বেশি।

আমি কিছুই বলিনা , কারন আমার সময়ই নেই। তবুও আমি দেখি আমার ঘুম এত বেশি কেন, আমার কোন রোগ হলো কিনা, কেউ আমায় তাবিজ করেছে কিনা, ইত্যাদি নানাবিধ গালবাক্য শুনতে ও শুনাতেই তাদের দিন কাটে আর আমায় নিয়ে আর কি কি বলা যায় তা ভাবতে ভাবতে তাদের রাত পার। আমি তাদের এসব কির্তি কারখানা দেখে ঘুমাতে যাই আবার ঘুম থেকে জেগে তাদের এসব দেখি। মুলত এখাবেই আমার দিন কাটে ঘুমিয়ে ঘুমিয়। আমার মত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.