সুস্থ সংস্কৃতির অনন্ত পথের যাত্রী
জনপ্রিয় কন্ঠশিল্পি প্রবাল চৌধুরীর প্রতি
শেখ আবুল কাসেম মিঠুন
বিশিষ্ট জনপ্রিয় কণ্ঠশিল্পি প্রবাল চৌধুরী আর নেই। খারাপ লাগাই স্বাভাবিক। স্বাধীন বাংলা বেতারের একজন মুক্তিযোদ্ধা শিল্পি। চলচ্চিত্রের জন্য লেখা আমার প্রথম গান,‘লোকে যদি মন্দ কয়/সে তো নহে পরাজয়/প্রেমের সাগর তলে/কলঙ্ক মুক্ত হয়ে রয়। ’ এই গানটি গাওয়ার পর প্রবালের জনপ্রয়িতায় একটা নতুন মাত্রা যোগ হয়।
আর আমিও গীতিকার হিসেবে খুব প্রশংসিত হই। এমনিতেই ‘তরুলতা’ ছবিটি নায়ক হিসেবে আমার প্রথম ছবি আবার গীতিকার হিসেবেও আমার প্রথম ছবি। ছবিতে পুরো গানটি অফ ভয়েসে আমার এ্যাকটিভিটিজের উপর ছিল। দু’একটি ইনসার্ট ছাড়া। খুব টেনশানে ছিলাম, কিন্তু মনে ভীষণ একটা আত্মবিশ্বাস ছিলযে প্রবাল চৌধুরীর গানটি জনপ্রিয় হবেই।
কারণ গান সর্ম্পকে আমার যে আইডিয়া ছিল, সেই আইডিয়া থেকেই বুঝেছিলাম যে গানটি সুপারহিট হবেই। হয়েছিলও তাই। পরর্বতীতে অভিনয় আর স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কারণে আর গান লেখার সময় হয়নি। প্রবাল চৌধুরী অত্যন্ত মিষ্টভাষী এবং সজ্জন ব্যক্তি ছিলেন, মাঝে মাঝে দেখা হতো, চলচ্চিত্রে গাওয়ার ব্যাকুল ইচ্ছা প্রকাশ করতেন। কিন্তু চট্টগ্রামে থাকাটা তার জন্য কাল হয়েছিল।
ব্যস্ত হতে পারেননি চলচ্চিত্রে। এতবড় প্রতিভাকে আমরা কাজে লাগাতে পারিনি। বছর সাতেক আগে ঢাকায় আমার সাথে শেষ দেখা, অত্যন্ত মনোকষ্ট নিয়ে বললেন, এবার একটু চেষ্টা করেন না, আমি মিউজিক ডিরেকশান দেব। একটা ছবি ধরিয়ে দিন। টাকা-পয়সার প্রয়োজন নেই।
আমি বললাম চেষ্টা করবো। কিন্তু আসলে আমি তার জন্য কিছুই করতে পারিনি। তিনি নেই, স্মৃতিগুলো আমাকে তাড়িত করছে। আমি তার পরিবারের প্রতি গভীর শোকানুভূতি জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।