দেশের ভাল মন্দ দেখার দায়িত্ব আমাদেরই...আসুন দেশটাকে সুন্দর করি।
দেশবিরোধী কোনো চুক্তি হলে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, "চুক্তি নিয়ে কোনো প্রকার লুকোচুরি করা হলে দেশের যুব সমাজ হাত পা গুটিয়ে বসে থাকবে না। আগামী ৫০ বছরের গ্যাস, তেলসহ প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত মজুদ রেখে সরকারকে রপ্তানির সিদ্ধান্ত নিতে হবে। " শুক্রবার সকালে নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা শাখার চতুর্থ জেলা সম্মেলন উদ্বোধনকালে সিপিবি নেতা সেলিম এই কথা বলেন।
তিনি অভিযোগ করেন, "সরকার রাতের অন্ধকারে বিদেশি কোম্পানিকে তেল, গ্যাস, খনিজ সম্পদ উত্তোলনের ইজারা দিয়েছে। দেশকে মরুভূমি বানানোর জন্য ভারতকে টিপাইমুখ বাঁধ তৈরির বৈধতা দেওয়ার চেষ্টা করছে। জনগণের সঙ্গে আলোচনা ছাড়া ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি করার পাঁয়তারা করছে। " আগামী ৬ নভেম্বর ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্পের প্রতিবাদে রোড মার্চের ঘোষণা দেন তিনি। সেলিম বলেন, "সরকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সস্ত্রাস, বিদ্যুৎ সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সবই বিগত বিএনপি ও জামাত সরকারের সৃষ্টি বলে কথায় কথায় দাবি করে।
"কিন্তু বিগত নয় মাসে সরকার সব কর্মকাণ্ডের এই সবকিছুর সীমা অতিক্রম করে ফেলেছে। " তিনি বলেন, "মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচারের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু এখন তাদের প্রধান লক্ষ্য বঙ্গবন্ধু হত্যার বিচার। "তারা বলছে, বঙ্গবন্ধু হত্যার বিচারের আগে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব না। " জেলা যুব ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল কাফী রতন।
বিশেষ অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ জেলা সিপিবি'র সভাপতি মন্টু চন্দ্র ঘোষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।