আমাদের কথা খুঁজে নিন

   

পিসি'র উপ্রে মেজাজ চরম বিলা। মনে করতেছে সব ভাইঙ্গা ফেলি.................

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
পিসি শাটডাউন করতে চাইলে স্টার্ট মেনু থিকা Turn Off-এ ক্লিক কইরা ঝাড়া ৫মিনিট বইসা থাকা লাগে।

তারপরে উইন্ডো আসে শাটডাউনের। সেইখান থিকা টার্ন অফ কইরাও শান্তি নাই। লগঅন উইন্ডোতে Windows is shutting down আইসা বইসাই থাকে। ১০মিনিট ওয়েট কইরা কম্পুর সুইচটা অফ কইরা দেই। পরেরবার পিসি অন করলে আরেক ঝামেলা।

প্রথমের নীল একটা স্ক্রিন আসে আর সব কয়টা ড্রাইভ চেক করে। আর পিসি যদি রিস্টার্ট দেওয়ার দরকার হয় তাইলে??? এইসব ঝামেলা মিটায়া রিস্টার্ট করতে চাইলে ১০মিনিটতো লাগেই। । । দিনে ৫বারের মতো লোডশেডিং হয়।

আগে মাঝেমইধ্যে ডাউনলোড ফাইল করাপ্টেড হইতো। এখন কোনমতে কারেন্ট গেলেই হয়। সাথেসাথেই ডাউনলোড ফাইল করাপ্টেড। Dil Se মুভির পার্ট থ্রি আজকে সারাদিন বইসা ডাউনলোড করতে পারিনাই। একটু পরে কারেন্ট যায়।

একঘন্টা পরে কারেন্ট আসে। ডাউনলোড যখন ৮০%হয় তখন আবার কারেন্ট যায়। ডাউনলোড করা লাগে আবার ০% থিকা। কারণ, ফাইল করাপ্টেড। ।

। ইসেট জ্বালাইন্না শুরু করছে একটু আগে থিকা। ব্লগে একটা গান দিমু ভাবছি। লিরিক্সটাও লিখলাম। কিন্তু আপলোড করতে চাইলে ekrn দিয়াও আপলোড শুরু হইয়া যায়।

এমনিতেই আপলোডের মরা অবস্থা। তার উপরে ইসেট আপলোড করে। তার লগে ফায়ারফক্স পারেনা। ইসেটের আপলোড ব্লক কইরা দিছি। ফায়ারফক্সও ব্লক হইয়া গেছে।

এত্তো চেষ্টা করলাম। আনব্লক করতে পারলাম না। অবশেষে আবার পিসি রিস্টার্ট। আবার ১০মিনিট। ।

। ইচ্ছা করতেছে সবকিছু ভাইঙ্গা ফেলাই..................
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.