:)
ক্যাপশানঃ
১
" যাকে আল্লাহ সমাজের নেতৃত্ব , কতৃত্ব ও পরিচালনার দায়িত্ব দান করেন , পরবর্তীতে সে যদি বাস্তবে জনসাধারণের প্রতি ভালোবাসা প্রদর্শন না করে , তার জান্নাতে যাওয়াতো দূরে থাক , সে এমনকি জান্নাতের সুগন্ধির সাথেও পরিচিত হতে পারবেনা "
(বুখারী , মুসলিম)
২
প্রায় অর্ধেক পৃথিবীর নেতৃত্ব ও পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত উমার ইবনে খাত্তাব (রাঃ )।
বলেছিলেন,
" ফোরাতের তীরে যদি আজ একটি কুকুর ও না খেয়ে মারা যায় , আমি এই উমর এ জন্য মহান আল্লাহর দরবারে দায়ী থাকবো"।
রাজকোষে শাসকের জন্য বিশেষ ভাবে উপহার এসেছিল সুগন্ধী। উমার তা গ্রহন করেননি। বলেছিলেন,
" সুগন্ধী গ্রহণ করার মত আনন্দের দিন আমার শেষ হয়ে গেছে, ইসলামী শাষনের অন্তর্ভূক্ত সমগ্র এলাকায় যদি একটি প্রাণীও অনাহারে থাকে , কোন একজনের ওপরও যদি যুলুম হয় তাহলে সবার আগে আল্লাহ উমরকে পাকড়াও করবেন।"
৩
" বিধবা , দরিদ্র ,অনাথ এবং মিসকীনদের উপকারের জন্য যারা চেষ্টা করে , তারা তাদের কাজের দিক দিয়ে আল্লাহর পথে জিহাদকারী। আর দিনভর রোযাদার আর রাতভর সালাত আদায়কারীর সমতূল্য ইবাদতকারী "
(বুখারী , মুসলিম , তিরমিযি , নাসায়ী )
..................................................................................................
শেষ বিচারের দিনে আমাদের শাসকবর্গ কঠিনতম শাস্তিপ্রাপ্ত হবে তাদের শাসনকার্যে অবহেলা ,সীমাহীন লোভ , অসততা , অপরাধ আর নিরাপত্তা এবং সুশাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণভাবে ব্যার্থ হবার জন্য। নিজেদের অযোগ্যতা জেনেও জনগনকে মিথ্যে আশ্বাস দেবার জন্য এবং প্রবঞ্চিত করার জন্য এবং জোর করে দায়ীত্ব নেবার জন্য!
আমরা এদেশের সাধারণ নাগরিকেরা শাস্তিপ্রাপ্ত হব ;জেনেও যুগে যুগে অযোগ্য , অসৎ , লোভী ,অপরাধী লোক কে নেতা নির্বাচিত করবার জন্য, শাসক নিযুক্ত করবার জন্য।
অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি অপেক্ষা করছে আমাদের সবার জন্য!
(আমি এটা বিশ্বাস করি)
তারিখঃ ১৫/১০।০৯
ফটো: SoHa
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।