কবি শামীম আজাদ ব্রিটেনে ইংরেজী এবং বাংলা ভাষায় সাহিত্য চর্চায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য গত ৮ অক্টোবর ব্রিটিশ বাংলাদেশী হুজ হু পদক অর্জন করেছেন। তিনি ব্রিটেনের মূলধারায় প্রথম সারির যে ক'জন স্টোরি টেলার রয়েছেন তাদের মধ্যে অন্যতম। অন্যদিকে বাংলা সাহিত্যের অন্যতম কবিদের একজন তিনি। তাঁর এ অর্জনে অনেকে আনন্দিত হয়েছেন, কেননা নিঃসন্দেহে এ অর্জন আমাদের নিজস্ব পরিচয়ের পরিধি আরো দীর্ঘ করেছে। সে জন্যে কবির জন্য থাকলো অনিঃশ্বেষ শ্রদ্ধা।
পদক প্রদান অনুষ্ঠানের দু'টো ছবি আমি জোগাড় করতে পেরেছি। সেগুলো উপস্থাপন করলাম। ছবি দু'টোর জন্য লন্ডনের ইংরেজি সাপ্তাহিক বাংলা মিরর-এর প্রতি কৃতজ্ঞতা জানাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।