নির্দ্বিধায় বলে দিলে, তুমি কোনো দিন মনেরও ভুলে আমাকে করোনি মনে বন্ধু বলে, 'প্রেমিক' শব্দটি আঁকে সহস্র আলোক বছরের ব্যবধান তোমার আমার মাঝে।
ধুপছায়া শাড়ী জড়ায়েছো দেহে-যত ভাবি ভালো লাগে
কাজল নয়নে কি ছায়া ঘনায়-দেখা কি হবে না আজ?
সগোপনে দেওয়া রিং দু’টি কানে পড়েছ কি অনুরাগে
বহু কথা আছে তোমাকে বলার-কখন ফুরাবে কাজ?
বাইরে বৃষ্টি ঝুমুর প্রহর-কত ভাব আনে মনে
মধুর চাহনি মেলে কি ভাবছো-এলো চুল গেছে ভিজে,
কত ফুল ফোটে তোমার বিরহে নিঝুম কেতকী বনে
আঁচল বাতাসে লুটায় কখন-বুঝিতে পারোনি নিজে।
সবার আড়ালে স্মৃতির গহনে কার ছবি যাও আঁকি
মধুমায়া রাত কাটাও আঁধারে আকাশের তারাগুণি-
কারে খুঁজে খুঁজে ব্যথায় উধাও তোমার মনের পাখি
ভালো লাগে জানি হারাতে নিজেরে বৃষ্টির গান শুনি।
তোমার চেয়েও চাপা অভিমান কিছু কম ভেবো নাকো
জেনেছো যদি গো তবে কেন আর অকারণে দূরে থাকো ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।