আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে দেশের ক্ষতি, জ্যামে কোন ক্ষতি হয় না!

আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা... বাসা থেকে অফিস আসতে সময় লাগলো প্রায় ৫ ঘন্টা। এই ৫ ঘন্টা সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যায়। কুমিল্লা আসা যাওয়া করা যায়। একজন মানুষ এই ৫ ঘন্টায় তার জীবনে বহু ঘটনার জন্ম দিতে পারে। অথচ, আজকের ৫ ঘন্টার মধ্যে সাড়ে ৩ ঘন্টা বাসে বসে থাকা, ১ ঘন্টা পায়ে হাঁটা আর বাকি সময় রিক্সা নিয়ে অফিস আসা ছাড়া কিইবা করতে পেরেছি? হরতালে দেশের ১ দিনের বিশাল লোকসান, অথচ জ্যামের কারনে প্রতিদিন দেশের যে কোটি কোটি টাকা লোকসান হয় সেটার খবর/পরিসংখ্যান কোথাও ছাপেনা কেউ। মাঝে মাঝে মন চায় এই সোনার দেশ ছেড়েছুড়ে নির্বাসনে চলে যাই... দুই দিন পর পর এইসব নাটকফাটক আর ভাল্লাগে না... ঢাকার জ্যাম নিয়ে নতুন করে কিছু বলার নাই। তবে খুব আশা করি প্রায়শই। একজন পাগল একটা হাতুড়ি দিয়ে ঢাকার সব প্রাইভেট কার ভেঙ্গে দিচ্ছে...! তার ভয়ে দিক দিশাহীন দোঁড়ে পালাচ্ছে প্রাইভেট কারের অসাধু আর কান্ডজ্ঞানহীন সব মালিক! হরতালে সবই চলে প্রাইভেট চলে না। আর এজন্যই হরতালে কোন জ্যামের সম্মুখিনও হতে হয় না। কবে আমাদের এমন একজন মেয়র আসবে যে ঢাকার থেকে সব প্রাইভেট উঠিয়ে সবাইকে বাই-সাইকেল চালাতে বলবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।