আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম ইসলাম খেলা

Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!

ইসলাম ইসলাম খেলা তো অনেক হলো, এবার নাহয় "ইসলাম" শেখা যাক। বহু ব্র্যান্ডের ইসলাম তো দেখা গেলো, এবার না হয় "জেনেরিক ইসলাম" চেনা যাক। অন্ধরা সব হাতী দেখে লোক ডাকলো হাতীর বর্ণনা দেবে বলে, কেউ বললো: কুলার মত কানই হাতী - আবার কেউ বললো: গাছের কান্ডসম পা-ই হাতী। যার মনে যা ধরলো তাই বললো। জীবনে কখনো হাতী-না-দেখা অজ্ঞ মানুষের বিকল্প নেই সে সব শোনা ছাড়া। বাজারে তাই তো এসেছে আটরশী ইসলাম, দেওয়ানবাগী ইসলাম, আযানগাছী ইসলাম, জামাতী ইসলাম, তবলীগী ইসলাম, মাজার পূজার ইসলাম, ব্যক্তি পূজার ইসলাম - গণতন্ত্রীসহ আরো কত কি রকমের ইসলাম, কেবল “ইসলামী” ইসলাম ছাড়া । “ইসলাম” এমনই অভাগা কোন বিষয়- যা নিয়ে কথা বলতে কোন জ্ঞান লাগেনা। বেশ্যার দালাল থেকে বলিউডের নায়ক - রাজনৈতিক নেতা কিংবা কোন গায়ক; আউল বাউল কোন ফাউল চরিত্র - যে কেউ ইসলাম নিয়ে কথা বলে, ফোড়ন কাটে। ইসলাম যেন আজ গরীবের বৌ - সকলের ভাবী, সবার মন্তব্যের জন্য উন্মুক্ত! তাই তো ইসলামের নামে আজ ব্যাংক হয়েছে, টাওয়ার হয়েছে, হাসপাতাল হয়েছে, খবরের কাগজ হয়েছে; মাজার, জাহাজ সহ আরো কত বাণিজ্যবহর! কেবল ইসলামই হারিয়ে গেছে - দেশ থেকে, জীবন থেকে, আমাদের হৃদয় থেকে।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.