স্বপ্ন দেখুন, স্বপ্ন নিয়ে বাচুঁন!!!!
শুক্রবার ছুটির দিন। সারাদিন বাসায় বসে থাকবো আর ঘুমাবো। হঠাৎ কাঁচপুর থেকে এক বড় ভাইয়ের ফোন। ব্যাস তিন বন্ধু মিলে রওনা হলাম কাঁচপুর। গাড়ীতে বসে বসে বড় ভাইয়ের ফোনে চেষ্টা করে পাচ্ছিনা।
ঢাকার জানযট পেরিয়ে যখন কাচঁপুর পৌছঁলাম তখন পর্যন্ত তার সাথে যোগাযোগ করা সম্ভব হল না। কি করবো হঠাৎ মাথায় বুদ্ধি আসল সোনার গাঁ যাব। যেই ভাবা সেই কাজ । রওনা হলাম সোনার গাঁ। বৃষ্টির চোখ রাঙ্গানীকে উপেক্ষা করে সোনার গাঁ যখন নামলাম তখন আকাশ ফোড়েঁ বৃষ্টি হচ্ছে।
একটা রেষ্টুরেন্টে দুপুরের খাওয়া শেষ করে ঢুকে পড়লাম যাদুঘরে।
এখানে বেশী সময় নষ্ট না করে রওনা হলাম রূপগঞ্জ, উদ্দেশ্য বাংলার তাজমহল। কোন প্রস্তুতি ছাড়া যাওয়ার জন্য ক্যামারা নেওয়া হয় নাই। কি আর করবো হাতের মোবাইল শেষ ভরসা। কিছু ছবি শেয়ার করলাম।
কেমন লাগলো জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।