আজকে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে করতে হেলথ্ রিলেটেড একটা আর্টিকেল চোখে পড়ল আমাদের শরীরে ক্যালসিয়াম এর প্রয়োজনী্যতা সম্পর্কে,ভাবলাম সবার সামনে তুলে ধরি।
আমাদের শরীরের হাঁড় এবং দাঁতের ৯৯% গঠিত ক্যালসিয়াম দিয়ে;
কিন্তু সবাই ভাবে হাঁড়ের জন্যই শুধু ক্যালসিয়াম দরকার,আসলে কিন্তু তা না; Proper Nerve Function ,রক্ত জমাট বাধা,muscle health,এমনকি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ও এর ভুমিকা রয়েছে।
অনেক গবেষক বলে ক্যালসিয়াম ওজন কমাতে সাহায্য করে , কিন্তু এখনও মতান্তর রয়েছে
বয়সভেদে আমাদের দৈনিক কি পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন তার তালিকা:
জন্ম - ৬ মাস --- ২১০ মি:গ্রা
৭ মাস - ১২ মাস --- ২৭০ মি:গ্রা
১ বছর - ৩ বছর --- ৫০০ মি:গ্রা
৪ বছর - ৮ বছর --- ৮০০ মি:গ্রা
৯ বছর - ১৩ বছর --- ১৩০০ মি:গ্রা
১৪ বছর - ১৮ বছর --- ১৩০০ মি:গ্রা
১৯ বছর - ৫০ বছর --- ১০০০ মি:গ্রা
৫০ বছর এবং + --- ১২০০ মি:গ্রা
সতর্কতা:
১। আবার প্রয়োজনের বেশী ক্যালসিয়াম গ্রহণ ঝুঁকিপুর্ণ।
২। কিডনী স্টোনেরসমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
এটাই চাই সবাই সুস্থ থাকি ভালো থাকি
ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার
তথ্যসুত্র : calcium intake
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।