আমাদের কথা খুঁজে নিন

   

আলগোছে টেনে নিই করতোয়া বন

ডুবোজ্বর

০৮১০০৯ অনেকদিন ভুলে থাকতে চেয়েছি নিজেকে নৌকোর পিঠে স্রোতগুলি করাত আগুন আমার ত্বকের ভাঁজে সিরসির শিহরণ নিজেকে ভুলতে পারি না আলগোছে টেনে নিই করতোয়া বন করতলে ভেঙে দিই ক্যাঙারোর গতি চিবুকের কাটাদাগে জলপাই খাড়ি খাড়ির তলে লুকোচুরি অলিগলি ভিন্নরেখা আমাদের পাড়ায় আমার ঈর্ষা ছিলো আমাদের পাড়ায় হাতকাটা কুমোর ছিলো তার কাটাহাতে আমার ঈর্ষা ক্রমশ ঘাম অনেকদিন নিজেকে ভুলে নিজের কাছেই এই গান এই ক্লান্তি বিবশসন্ধ্যা বেকার আমাদের দেশে ক্যাঙারো বড়ই বিরল রাত ১:৩৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।