আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
মরিচ তোমার ঝাল বেড়েছে
তাই বেড়েছে দাম,
দামটা শুনে ভুলে গেছি
বেগুন-শসার নাম।
শুকনা মরিচশুকনা তবে
দামটা বেজায় মোটা
ছোলার যে দাম কেমনে চলে
এই রমজান গোটা?
গোশত মাছের দাম যে চড়া
চোখ ফেলতেও ভয়
এতো যে দাম ডাল দিয়ে ভাত
তাও জুটবার নয়।
মুগ-মসুরি-মাসকলায়ের
দামটা ভীষণ চড়া
বাজার গেলেই হাতটা কাঁপে
আন্ধার হয় ধরা।
এমন রীতি দিন যতো যায়
দামটা ততোই বাড়ে
পাবলিক সব ঝাড়ের বাঁশ
আলগোছে নেয় ঘাড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।