আমাদের কথা খুঁজে নিন

   

যেখানেই বেঁধেছে তরী; আলগোছে নদীর গ্রাস

আহসান জামান হাতের রেখায় ভেসে ওঠে বিগতদিনের পদাবলী; নীরব শ্লথে হারাতে থাকে কালের যুগপদ। আড়ালে তার অস্পষ্ট চোখের মিনতী গলে পড়ে; বর্ষা কাঁদে একা। বিরহ বাজে কানে, কাজ পাহাড়ের ভীড়। ছুঁতে চাওয়া মন; উড়ো বুনোপাখি, কোথায়ও বাঁধে না বাসা। পৃথিবীর ঘরবাড়ী ছেঁড়া ফেরারি বাতাসে উড়ে। নদীরা ঢেউ খেলে, স্রোতেরা উজানে চলে। কবেকার সেতারে বাঁধা গান, বেতারে ভাসে আজ। খনেক হেসে পরান, বেদনাই প্রবল যেখানেই বেঁধেছে তরী; আলগোছে নদীর গ্রাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।