চীন অধিকৃত তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তির পর ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এই অঞ্চলের অন্যতম দীর্ঘ নদী ব্রহ্মপুত্র।
ব্রহ্মপুত্রের গতিপথ বদলানোর জন্য কোনো প্রচেষ্টা চালানো হয়নি বলে বেইজিং বলে এলেও চন্দন নন্দীর অনুসন্ধান, সত্য গোপন করেছে চীন।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত নিজের ব্লগ ‘নন্দিগ্রাম’-এ তিনি লিখেছেন- ২০০৫ সালের মার্চে তিন থেকে চারটি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল চীন, যদিও তা ছিল কম শক্তির।
চীন ব্রহ্মপুত্রের গতিপথ বদলে তার দেশের মরু অঞ্চলে নিয়ে যেতে চেয়েছিল বলে মনে করা হয়, যা ঘটলে বিরূপ প্রভাব পড়ত ভারত বাংলাদেশের ব্রহ্মপুত্র অববাহিকায়।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞান সাময়িকীতে চীনের পরিকল্পনার ফাঁস করা হলে তা ভারত্রে নজরে আসে।
এরপর চীনে ভারতের রাষ্ট্রদূত এর বাখ্যা চাইলে বেইজিং জানায়, তারা কোনো পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায়নি। সেই সঙ্গে এই পরিকল্পনা বাদ দেয়ার কথাও জানায় তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।