আমাদের কথা খুঁজে নিন

   

জার্নি টু ময়মনসিংহ (আমন্ত্রণ-৩ পর্ব)-ব্রহ্মপুত্রের কোলে পিঠে

ফেস বুক আইডি: Mymensingh Hotey ইমেইল: mymensinghts@gmail.com
জয়নুল আবেদিনের সংগ্রহ শালা দেখেছেন কখনো?............ জয়নুল আবেদিনের সংগ্রহশালা সংগ্রহ শালার পাশে যে নদীটা, বা নদীর পাশে যে সংগ্রহশালাটা.......দেখেন নি কখনো? ব্রহ্মপুত্র, যদিও সে পুলা, অথচ সে যুবতী হয়ে গেছে, এই বর্ষায়। দেখেন দেখি কি কান্ড......... নদীর মাঝখানে যে চরটা এখনো যে জেগে দাড়িয়ে আছে, সেটাতো আপনাদের কোলে নেওয়ার জন্য। ব্রহ্মপুত্র আমন্ত্রিত অতিথিদের কোলেতে বসিয়ে সোহাগ করে। বিশ্বাস না হলে নিজেই এসে পরখ করে দেখতে পারেন। বুড়িগঙ্গায় গেলে যাদের গা গুলিয়ে যায় তারা নিশ্চিন্তে ব্রহ্মপুত্রের সাথে বন্ধুত্ব করতে পারবেন।

নদীর পাশেই রয়েছে পৌর পার্ক , পার্কের কথার শুনে চোখের সামনে যদি ঢাকা শিশু পাক বা ফেন্টাসি কিংডমের ছবি ভেসে ওঠে, তাহলে তা ঝেটিয়ে বিদায় করুন। বিপিন পার্ক কারন এটি নিরোজাল প্রাকৃতিক পার্ক। নদীর পাশেই আধা কিমি পযন্ত শুধু গাছ আর গাছ, তপ্ত ‍দুপুরেও ঝিরেঝিরে বাতাসে দেহ মন দুটিই জুড়িয়ে যাবে কথা দিচ্ছি। মুগ্ধতা বাড়াতে নদীর পাশেই অবস্থিত জয়নুল আবেদীন সংগ্রহ শালা, বিপিন পার্ক, বোটানিক্যাল গার্ডেন। আর কি চাই? আপনাকে নিয়ে ঘুরার জন্য নৌকাগুলো সব সময় তৈরীই থাকে, ঘন্টা চুক্তিতে নৌকা ভ্রমণটা সেড়ে নিতে পারেন অনায়াসে।

রাতের বেলা বিপিন পার্কে বসে নদীর ওপারের পাওয়ার স্টেশনকে চোখ বন্ধ করে বাংলার আরেকটি ভেনিস কল্পনা করে নিতে পারেন, কেউ বাধা দিবে না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।