আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন স্বাধীনতার স্বাদ ভোগ করছি আমরা

:)আমার প্রতিটি লেখা নিজর শুক্রাণু থেকে সৃষ্ট এক একটি সন্তানের মত। ঠিকমত পরিচর্যায় অভাবে হয়তো সে সন্তান গুলোর সঠিক অবয়ব দিতে পারি না। তবে আমি হাল ছাড়ার পাত্র নই আর আমি সব সময় আশাবাদীদের দলে

জাতীয় রাজনীতি, ছাত্ররাজনীতি সাধারনের মূল্যবোধ-সব, সব কিছুতে ভয়াবহ অবক্ষয়। আপোষকামিতার তীব্র প্রতিযোগিতা চারদিকে। আত্মা বন্ধক দিয়ে ভোগের পিছনে অন্তহীন ছোটা।

নিজকে বিক্রি করতে করতে নিঃশেষ হয়ে যাওয়া।

মানুষের মধ্যে দলকানা অনুভূতি। বড় দুদল আজ একে অপরের সাথে কাঁদা ছোড়াছুড়িতে ব্যাস্ত। জনগণের কথা ভাববার সময় কোথায়!

একবুক স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল এই দেশ। নাম তার বাংলাদেশ।

আর এই বাংলার অস্তিত্বের উপর আঘাত হানছে হায়েনার দল।

মুক্তিযুদ্ধকে পণ্য করে সস্তায় বিক্রি করছে মিটিং, মিছিল, বক্তৃতায়। মানচিত্র পেয়েছি, এক খন্ড জমি পেয়েছি। সত্যিই কি স্বাধীনতা পেয়েছি আমরা।

নেতারা ব্যাস্ত নিজেদের গাড়ি বাড়ি আর সম্পত্তি কামানোর ধান্দায়।

মানুষের কথা ভাববার সময় কোথায়?

দুর্নীতি আর অপরের নিন্দা করার পর দিনের যেটুকু সময় অবশিষ্ট থাকে, সেটুকু ব্যাবহার করেন নিজেদের দুর্নীতি ঢাকবার জন্য। মানুষের জন্য কিছু করার সময়ের বড় অভাব।

তবুও আমি স্বপ্ন দেখি ঘুরে দাঁড়াবে দেশ। সচেতন হবে জনগণ। ফুরিয়ে আসছে হায়েনাদের দিন ........


সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.