আমাদের দেশে অধিকাংশ বেসরকারী প্রতিষ্ঠানে দেখা যায় দেখা যায় যে, মালিক পক্ষ তার প্রতিষ্ঠানের উচ্চ পদের জন্য বিদেশ থেকে লোক নিয়ে আসেন। বলাই বাহুল্য যে, এ জন্য মালিক পক্ষকে ঐ বিদেশী কর্মকর্তার জন্য বেতন, গাড়ী, বাসস্হান, ইমিগ্রেশন বাবদ অনেক বেশি ব্যয় করতে হয়। অথচ সেই মালিক পক্ষই একজন দেশী কর্মকর্তার জন্য কত টাকা বেতন ধার্য করেন ? আর দেশী কর্মকর্তার জন্য বাৎসরিক কত টাকা বৃদ্ধি করেন? দেশী কর্মকর্তার জন্য কয়টি গাড়ীর সুবিধা দিয়ে থাকেন? মালিক পক্ষ এসব বিষয়ে ধার তো ধারেনই না বরং দেশী কর্মকর্তাদের নিয়োজিত করে দেন ঐসব বিদেশী কর্মকর্তাদের সেবার জন্য এবং তাদের নীচে কাজ করার জন্য। এতে করে বিদেশী কর্মকর্তারা দেশী কর্মকর্তাদেরকে গরু খাটুনি করানোর সুযোগ পেয়ে যায়। তারা দেশী কর্মকর্তাদেরকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেয় আর দেশী কর্মকর্তাদের তৈরী করা ফাইল নিয়ে নিজেরা সকল সুনামের অধিকারী হয়ে যায় এবং দেশের বাইরে মিটিং করতে চলে যায়। মালিক পক্ষও এতে খুব সাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু তারা ভেবে দেখেছেন কি এতে করে আমাদের দেশের ছেলেমেয়েরা দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হতে বাধা গ্রস্থ হচ্ছে? এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের জনশক্তি কেরানীতে রুপান্তরিত হবে আর আমাদের উপরে থাকবে বিদেশীরা যা আবারও নতুন করে বৈদেশিক আধিপত্যের রূপ ধারণ করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।