আমাদের কথা খুঁজে নিন

   

কলেজিয়েট স্কুল[একখানা ফটুকময় স্মৃতি তুমি বেদানা পোস্ট]

মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।

এইটা একটা উৎসর্গমূলক এবং সাথে সাথে "স্মৃতি তুমি বেদানা" পোস্ট!! রোহান ভাই বেশ কয়েকদিন আগে চিটাং এসে ঘুরে গেছলেন, তখন উনার কুকীর্তির সূচনাক্ষেত্র "কলেজিয়েট স্কুল"এও একটু ঢুঁ মারছিলেন। কিন্তু, উনার ভাগ্য অপ্রসন্ন!! তাই স্কুলের ভিত্রে আর ঢুক্তারেন্নাই। তার ছুডু ভাই হিসাবে এক্টা কর্তব্য আছেনা!! তাই, এই যাত্রায় বাসায় যখন আসলামই.. তখন স্কুল থেইকা ঘুইরা আসলাম বেশ কয়দিন আগে। আহারে, আগে কি সুন্দর দিন কাটাইতাম!! জানলা দিয়া ব্যাগ ফালাইয়া, বারান্দা দিয়া দৌড় দিয়া কতদিন স্কুল পালাইছি!! আহারে.. আমাদের সময় থেকে যে পোলাপাইনের পায়ে বেড়ি পরানির সূচনা বারান্দার গ্রিল দিয়া.. সেইটা একেবারে ষোলআনার উপ্রে আরো চাইর আনা পূরণ হইছে চারদিকে গেইট, রেলিং দিয়া পুরাই গার্লস স্কুল বানানির মাধ্যমে!! তবে, যত যাই হোক, আমরা যেই স্কুলের পূর্বসূরি.. সেইখানকার উত্তরসূরিরা তো আরো ঝাক্কাস হবেই.. তার উপ্রে আবার ডিজিটাল বাংলাদেশ!! কাজেই স্কুল পালানির তড়িকার কোন অভাব নাই.. এখনো সেই ধারা পোলাপাইন বজায় রাখছে.. ভাবতে ভালোই লাগে.. যাউক্গা.. বহুত প‌্যাঁচাল কর্ছি.. এখন ফটুক.. হেডস্যারের রুমের দিকে যাওয়ার পথ.. আগে টাইলস ছিল না.. ইদানীং করা হইছে.. আমাদের স্কুল.. টিফিন পিরিয়ডে বোতল পুরানির জন্য কত কাড়াকাড়ি.. এইবার চলেন একটু দোতলায় উঠি.. এইটা একটা বিশেষ জায়গা।

এইখানে যারা ফুটবল খেলে নাই, তারা কখনোই বড় খেলোয়াড় হইতে পারে নাই.. আমার ক্লাস শুরু এইখানেই.. "বি ফর বেস্ট" স্যারের ডায়াস। এইটা নিয়া একদিন আরেক সেকশানের পোলাপাইনদের সাথে মারামারি পর্যন্ত করছি!! জানলা খুইলা আমাদের ক্লাসরুমের একটা ফটুক নিলাম.. পরীক্ষার সময় এইরকম বেঞ্চের প্রতি আমাদের বিশেষ আগ্রহ ছিল!! সময়ে সময়ে এইখানে কাগজ, প্রশ্নপত্র, পেন্সিল বক্স রাখা হইত!! একই জায়গা থেকে দুইটা মাঠের ভিউ.. ভিতরের মাঠ.. বাইরের মাঠ.. চলেন বাইরে যাই.. উপরে এতবড় এক্টা গেইট দেখলেন.. কিন্তু, তারপরেও এই জায়গা আমাদের বিশেষ প্রিয় আছিল.. বিশেষ করে ৬ষ্ঠ, ৭ম পিরিয়ডের দিকে.. নুটিশবুড.. জীবনেও এইখানে কোনদিন তাকাইছি বইলা মনে পড়ে না!! আমাদের সুইমিংপুল!!! চিপা দিয়া কলেজ দেখা যায়.. এইটা হল আমাদের শর্টপিচ ক্রিকেট খেলার জায়গা.. [এই পোস্টটা দেবার কথা ছিল কাল রাতেই। কিন্তু, একাধিকবার কারেন্টের ভানুমতির খেলের কারণে আজ পোস্টানো। প্রচুর ছবি, লোড হইতে সময় লাগবে। দু:খিত।

]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।