আমাদের কথা খুঁজে নিন

   

সজীব জয় যে বিনা গেজেটে শেখ হাসিনার উপদেষ্টা প্রথম আলো কি এ খবর জানতো না?

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
আজকের প্রথম আলোতে প্রশ্ন তোলা হয়েছে কোন গেজেটে জয়কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেখানো হচ্ছে? বাংলাদেশ সরকারের পক্ষ হয়ে বিদেশে নানা প্রটোকল এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করা জয় যে অনেক আগে থেকেই শেখ হাসিনার উপদেষ্টা এবং হাসিনা তনয় হবার সুবাধে যে এখানে কোন গেজেট-ফেজেটের প্রয়োজন নেই এটা প্রথম আলোর মত একটা পত্রিকা জানবে না সেটা কি বিশ্বাসযোগ্য? গত ২২ শে নভেম্বর ২০০৮ এ এই ব্লগে লেখা প্রকাশিত হয়েছে সহব্লগার নির্বাক হাসানের: শেখ হাসিনার উপদেষ্টা সজীব জয়ের লেখা: Stemming the Rise of Islamic Extremism in Bangladesh জনশ্রুতি আছে বাংলাদেশকে মৌলবাদী জঙ্গী দেশ বানানো এই লেখা দিয়ে জয়ের থিসিস হয়েছে। সেই লেখার প্রথম লাইনে আছেঃ Sajeeb A. Wazed is an adviser to Sheikh Hasina.... জাতিসংঘের এইবারের অনুষ্ঠানেও তাকে পরিচয় করানো হয়েছে উপদেষ্টা বলে (জনৈক তৈলমর্দনকারী তথাকথিত কবির পোষ্টে দেখলাম বলেছে তাকে সে অনুষ্ঠানে বেশ চৌকসও লেগেছে!!) আশা করবো সাংবাদিকতার এথিকস মেনে প্রথম আলো তাদের তথ্যগত ভুল স্বীকার করবে এবং পৈত্রিকসুত্রে পাওয়া শেখ হাসিনার উপদেষ্টার বিরুদ্ব কোন ধরণের অপপ্রচার হতে বিরত থাকবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.