আমার লেখা পড়ে..................
এখানে আমাদের দাড়ানোর কথা ছিল
অথচ এখানে এখন বর্জ্য কারখানা
এখানে আমাদের কাব্য করার কথা ছিল
অথচ এখানে এখন সাবলীল নর্দমা
এখানে আমাদের পোষ্টার লিখার কথা ছিল
অথচ এখানে এখন কর্ম জিবীর দীর্ঘ হতাশা
আমাদের আর কোথাও দাড়ানো হয়নি ।
নদী অথবা সভ্যতার মিছিলগুলোতে
ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকে
কিছু চোখ, যান্ত্রিক দৃষ্টি, কখনওবা হেডলাইট।
ভালোবাসাবাসির গল্প গুলো সজীব হয়
অথচ আমাদের দাড়ানোর কথা ছিল ।
কাব্যে কাব্যে সাজবাতি জ্বালাই সন্ধ্র্যায় আজও
শ্লোগানে শ্লোগানে আজও রক্তাত আমরা,
আমাদের চেনা পৃথিবীর সব গোধুলী
বা নদীদের মৈথুনের নিয়ম,
আমরা শুধূ চিনি না আজ মূখচ্ছবি
অথচ আমাদের দাড়ানোর কথা ছিল
আমরা দাড়িয়েও আছি । কে, কোথায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।