আমাদের কথা খুঁজে নিন

   

কামার্ত (লুলায়িত) চোখে, উৎসর্গ- লুলদের'কে

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

চোখ দু'টো বড্ড বেশী অবাধ্য। মনের ভেতরের লুকায়িত বাসনা শুষে নেয় চোখ। প্রাচীন যুগকে ডিঙিয়ে পশুর মতো সঙ্গমে লিপ্ত হতে আনচান করে মন। ঠোঁটের ওপর ঠোঁট স্থাপন করে গভীরের আস্বাদন পেতে চায় দেহ। প্রোথিত করে দিতে চায় আরও ভেতরে দণ্ডায়মান মাংসপিণ্ড। বয়সের বাঁধ উপেক্ষা করে ফিরে পেতে চায় নিষিদ্ধ সুখ। নুইয়ে পড়া নিস্তেজ মাংসটা এখনো ভোগ করতে চায়। এখনো তার ভেতর খেলা করে ভয়ানক উত্তাপ। নির্লজ্জ চোখ এখনো খুঁজে বেড়ায় কোমল শরীর, কোমল শরীর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।