আমাদের কথা খুঁজে নিন

   

কামার্ত হওয়া যেত আরেকটা রাত্রি! (অন্যমনস্ক শরৎ আহুত কবিতা উৎসবে নিবেদিত)

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

উৎসবে বেশ ঘটা করে হাজির হব বলে নতুন একটা স্মরণযন্ত্র ভাড়া করেছি আজকাল কাজ শেষ হলে ইতি টানা গল্পের লেশ খুঁজে পাই না অবসরে অথচ উৎসবের পান, কাম আর উদগত বাসনার প্রকোপে পরের কিছুটা দিন সজীব থাকা যেত কিছুটা হলেও পতিত আন্ডি আর কাঁচুলির ঘ্রান শুকে কামার্ত হওয়া যেত আরেকটা রাত্রি! উৎসবের জন্য বেশ আয়েশী দর্শনযন্ত্র কিনেছি এর ভেতরে দুস্প্রাপ‌্য ধারণ শক্তি আছে পেছনে যাওয়া যাবে, গভীরে ঢুকে দেখা যাবে রঙিলা মন চোখের ভ্রুক্ষুটি, কেঁপে ওঠা রিম্টের দুলুনি ক্লোজ-আপ সব প্রকাশ, স্কিন জুড়ে লাল ফোসকা দেখা যাবে ঠোঁটের দাগ, গলায় কামড় জিভের ডগায় লকলকে আচড় ধারণ করা উৎসব-তান্ডবে কামার্ত হওয়া যেত আরেকটা রাত্রি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।