আমাদের কথা খুঁজে নিন

   

কামার্ত তাঁবুর মধ্যে

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

আমি আসলে জানিনা কামার্ত তাঁবুর মধ্যে নীল জোৎস্নায় কাদের মুখের ওপোর নেচে গেছে রাখালেরা ওদের পায়ের দাগ-চিহ্ন দেখে কালরাতে জানালায় নিস্তব্ধতা চুয়ে চুয়ে পড়েছে আর আমি রেলভ্রমণে যাদের সঙ্গী হয়েছিলাম তারাও দেখি মেঝেতে নেচে গেছে তাদের পায়ের দাগ মেঝেতে পড়েনি, যে অরণ্যে পথ হারিয়ে বাঁশীর সুর মিশে গেছে পাতাদের স্বরে হর্ষ-কামী পেরেক কালকে দেওয়ালে ঝুলিয়ে রেখেছিল স্লিপিং গাউন যার আসার কথা ছিল সে আসে নাই তার ছায়া এসে বলে গেছে দরোজার কানে আজ টিয়ে পাখিরা আকাশে নামবে না আসলে আমি বৃষ্টির মধ্যে দু'ভাগ হয়ে আছি একভাগে জেব্রাক্রসিং এবং সমব্যথী বন্ধুদের মুখের উজ্জ্বলতা অন্যভাগে মাংশের ট্রাক, স্বাভাবিক পথচারিদের উপড়ানো চোখ একভাগের লুকানো রোদে উড়ে যায় অন্যভাগের নদী স্থির হয়ে থাকে আপেলের বন, স্নিগ্ধ রেললাইন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।