তোমার ভয় পাওয়া চেহারা, আমি আলোতে আনাড়ি.......। একটি বড় আকৃতির উল্কা আজ, পৃথিবী থেকে বিপজ্জনক দূরত্বের মধ্যে আসবে, বলে আমেরিকান নাসা জানিয়েছে. এশিয়া ও অষ্ট্রেলিয়ার বাসিন্দারা ঐ উল্কার উড়ান পর্যবেক্ষন করতে পারবে. মহাজাগতিক বস্তুটি পৃথিবীর থেকে সবচেয়ে কম দূরত্বে আসবে – মোটামুটি ২৭৩৫৮ কিলোমিটার, গ্রীনউইচ সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ. মহাজাগতিক বস্তুটির ব্যাস ৪৫ মিটার. এরকম উল্কা পৃথিবীর বুক থেকে গোটা একটা শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারতো. তবে নাসার বিজ্ঞানীরা এই বলে আশ্বস্ত করেছেন, যে ধাক্কা লাগার কোনো আশংকা নেই. এদিকে শুক্রবার সকালে রাশিয়ায় দক্ষিণ উরালের আকাশে আশ্চর্যজনক ঘটনা লক্ষ্য করা গেছে. প্রত্যক্ষদর্শীরা আকাশে তীব্র ঝলক ও বিস্ফোরণের কথা জানিয়েছেন. চেলিয়াবিনস্ক ও অন্যান্য কয়েকটি শহরে বহু বাড়িতে জানলার কাঁচ চুরমার হয়ে গেছে. স্কুলবাড়িগুলো থেকে পড়ুয়াদের অপসারন করা হয়েছে. রাশিয়ার জরুরী পরিস্থিতি মন্ত্রণালয় ঘোষনা করেছে, যে ঐ এলাকার আকাশে উল্কাবৃষ্টি হয়েছে. সংকলিত...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।