কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
যারা ব্লগকে হেলা ফেলা ভাবে, এবং মনে করে ব্লগ কোন ভূমিকা রাখছে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই। ইরাক আক্রমনে আমেরিকাকে বাধ্য করেছিল। এই ব্লগ সংস্কৃতি। আমাদের দেশে অন্যান্য মিডিয়ার সাথে তাল মিলিয়ে গনমতের একটা উল্লেখ যোগ্য মতামত এই ব্লগের মাধ্যমে সরকার গ্রহন করে।
অনেকে হেয়ালীপনা করে মজাদার মুখরোচক এবং আড্ডার স্থান মনে করে এই ব্লগ। তা ঠিক একটা মহৎ আড্ডার স্থান এই ব্লগ। অনেক বুদ্ধিজীবি কলামিষ্ট লেখক প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক্স মিডিয়ার লোকজন এই ব্লগের সাথে সম্পৃক্ত। আমি ইলেক্ট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় দেখেছি আমাদের ব্লগের অনেক বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
Click This Link
নুন আনতে পানতা ফুরোয় চিনি খায় কেডা
বিষয় বস্তুর স্বল্পতার কারনে অনেক টেলিভিশন চলতো কিনা আমি জানিনা।
কিন্তু এই ব্লগ থাকার কারনে প্রতিদিন নানা নিত্য নুতন বিষয় বস্তু
প্রাধান্য পাচ্ছে সকল মিডিয়ায়। ব্লগের সাথে অন্য মিডিয়ার যে পার্থক্য তা হলো আমরা আমাদের বিষয় বস্তু মুক্ত হস্তে প্রকাশ করি। এখানে দাবির কোন প্রশ্ন জড়িত নয়।
চিনির কেলেংকারীর পিছনে ব্লগের লিখাগুলি ভূমিকা রেখেছে। তা অস্বিকার করার কোন উপায় নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।