চলতি আমন মৌসুমের মাঝামাঝি সময়ে কমলনগর উপজেলা ব্যপি ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। কৃষকরা বিভিন্ন ডিলার এবং খুচরা বিক্রেতার নিকট সার কিনতে গিয়ে দীর্ঘক্ষন লাইনে থাকতে হচ্ছে।
সারের সংকট আছে কিনা এমনটা জানতে চাইলে কমলনগরের এক উপসহকারী কৃষিকর্মকর্তা বলেলন সারের কিছুটা সংকট রয়েছে তাবে আগামী ২/৩ দিনের ভিতরে তা নিরসন হবে বলে আশা করা যায়। এখন প্রশ্ন হচ্ছে আসলেই সারের সংকট আছে না কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে? ঈদ পূর্ব চিনির মূল্য যেমন হঠাৎ বৃদ্ধি পেল। তার কোন সুরাহা হল কি? দোড়ঝাপ হল, তদন্ত কমিটি হলো কিন্তু সঠিক অপরাধী পাওয়া গেল না, ধরুন পাওয়া গেলো, কি হবে? দুদিন জেল হবে, অথবা সবাই ভুলে যাবে।
অপরদিকে আমরা সাধারন মানুষেরা যে বেশি দামে চিনি কিনলাম বা কিনছি তাদের আর্থিক ক্ষতির কি হবে?
বলছিলাম সার প্রসংগ, গেল বার এই এলাকার কৃষকরা কাতার বন্দি হয়ে সার সংগ্রহ করে ছিল। কিন্তু ফলিত ফসল বিক্রয় করার সময় উৎপন্ন ফসলের সঠিক মূল্য পায়নি। যা পেয়েছে তা ছিল উৎপাদন খরচের অর্ধেক বা তার কিছু বেশি। ধান চাউলের দাম কম, এটা খারাপ নয়। পাশাপাশি অন্য জিনিষের মূল্য ও নাগালে মধ্যে থাকুক।
কিন্তু অন্য জিনিষের বেলায় আমরা উচ্চ মূল্য দেব কেন? আটার দাম ১৮টাকা গমের ভূষি ২৩টাকা কেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।