আমাদের কথা খুঁজে নিন

   

জোকস: এপার্টমেন্ট ভাড়ার নতুন খবর

sopno111@yahoo.com

পঞ্চাশোর্ধ এক ব্যবসায়ী সুন্দরী এক কল গার্লের সেবা গ্রহন করলেন এবং তাকে নগদ টাকা না দিয়ে তার অফিসে একটি বিল পাঠাতে বললেন। বিলতো আর গৃহিত সেবার নামে করা যাবে না তাই ব্যবসায়ী গার্লকে পরামর্শ দিলেন তুমি এমন একটা বিল আমার অফিসে পাঠাবে যেন আমি তোমার কাছ থেকে একটি এপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম। যথারীতি গার্ল পরের সপ্তাহে ব্যবসায়ীর অফিসে একটি বিল পাঠালেন। এপার্টমেন্ট ভাড়া বাবদ ৫,০০০.০০ টাকা। ব্যবসায়ী স্বভাব সূলভ কারণে সেই বিলও কাটলেন ২,৫০০.০০ টাকা।

বাকি আড়াই হাজার টাকা পাঠালেন গার্ল এর কাছে। বিল কাটার কারন হিসাবে তিনি লিখলেন : ১) আমি ভেবেছিলাম এপার্টমেন্টটি (??) একদম নতুন আগে কোউ ব্যবহার করেনি, কিন্তু ভাড়া নেয়ার পর দেখলাম এটি আগেও ভাড়া হয়েছে। ২) ভাড়া নেবার সময় আমি ভেবেছিলাম এপার্টমেন্টটি (??) অনেক ছোট এবং সুন্দর, কিন্তু ভাড়া নেয়ার পর দেখলাম অনেকে এই এপার্টমেন্ট ব্যবহার করায় এর আকার অনেক বড়। এত বড় এপার্টমেন্ট আমার পছন্দ নয়। ৩) ভাড়া নেবার সময় আমি ভেবেছিলাম এপার্টমেন্টটি (??) অনেক গরম হবে, কিন্তু ভাড়া নেয়ার পর দেখলাম অনেকে এটি একবারেই ঠান্ডা।

কলগার্ল ব্যবসায়রি এই কারন সহ অর্ধেক পেমেন্ট পেয়ে রেগে গেলেন এবং আড়াই হাজার টাকা ফেরত পাঠিয়ে দিয়ে পুরো ৫,০০০.০০ টাকা দেবার অনুরোধ করলেন এবং ব্যবসায়ীর কারনগুলোর বিপরীতে লিখলেন : ১) তুমি কি করে ভাবলে এত সুন্দর এপার্টমেন্টটি (??) ভাড়া না হয়ে এতদিন পড়ে থাকবে ? ২) এপার্টমেন্টটি (??) আসলে সুন্দর এবং ছোটই ছিলো, কিন্তু তোমার যদি এই এপার্টমেন্টটি (??) ভর্তি করার মত ফার্নিচার (??) না থাকে তাহলে আমার কি করার আছে ? ৩) এপার্টমেন্টটিতে (??) আসলে অনেক গরমই ছিলো, কিন্তু তুমিতো জানই না এটা কি ভাবে অন করতে হয়। তাই আমার পুরো পাওনা ৫,০০০.০০ টাকাই দিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.