দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
* পোস্ট করেছেন: ১৫৫টি
* মন্তব্য করেছেন: ৬৮৪৯টি
* মন্তব্য পেয়েছেন: ৫৭০৫টি
* ব্লগ লিখেছেন: ২ বছর ২ দিন
* ব্লগটি মোট ২২২৮২৩ বার দেখা হয়েছে
দেখতে দেখতে ৭৩২টা দিন ব্লগাইয়া ব্লগাইয়া পার করে ফেললাম! আমি শিওর এর মাঝে কমসে কম ৫০০ দিন ব্লগে লগইন করছি। জীবনের অনেক অনেক দরকারী সময় এই ব্লগের পেছনে নষ্ট করছি।
মানুষ বাঁচেইবা কয় দিন? এর মাঝে জীবনের ৫০০ টা দিন প্রতি দিন কমের পক্ষে ৫ ঘন্টা করে হিসেব করলে ২৫০০ ঘন্টা মানে ১০৪ দিন ৪ ঘন্টা। জীবন থেকে এক শত চারটা দিন বেমলুম দিয়ে দিলাম!
তবুও এই ব্লগের সকল কে, যারা এই প্লটফর্মটি তৈরী করেছেন এবং আমার মত অর যারা জীবনের অনেক অনেক মূল্যবান সময় এই ব্লগে বিসর্জন দিয়ে এই প্লাটফর্মটিকে এমন প্রাণবন্ত করে রেখেছেন তাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা, ভলোবাসা।
এই ব্লগটা না থাকলে নিঃসঙ্গ সময় গুলো আরো বেশী কষ্টে কাটতো। ভাগ্যিস আজ থেকে দু'বছর দইদিন আগে সাম হয়্যার ইন ব্লগ ডট নেট এই ঠিকানাটি পেয়ে ছিলাম! ধন্যবাদ তোমায় প্রিয় সামু।
শুভেচ্ছা সকলকে। শুভ ব্লগিং।
সাইফুল ওয়াদুদ হেলাল
ঢাকা, বাংলাদেশ
আমার যাতীয় ব্লগর ব্লগর
অপরাজেয় বাংলা: মূর্তি লইয়া আমার প্রামান্য কথন
উপচে পড়া জীবন
ছবি ব্লগ
পদ্য
বিভিদ গদ্য
বিষয় চলচ্চিত্র
ভিডিও
এই ব্লগে লেখা নাই দুনিয়ার বিষয়ে আমার যাবতীয় আবঝাপ লেখার লিংক্স এক সঙ্গে করে রাখলাম।
মাঝে মাঝে নিজেই ভাবি, এই ব্লগ না থাকলে জীবনের এতো জমানো কথা না বলেই হয়ত দুনিয়া ছেড়ে এক দিন চলে যেতাম অসহায়...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।