কখনো দানব কখনো মানব
বাঁচাও
এক সপ্তাহ হয়ে গেল. আমার লিখা প্রথম পাতায় যায় না। প্রথম পাতায় না গেলে আমাকে কেউ চিনতে পারবে না। আমার মূল্যবান লিখা জাতী দেখতে পারবেনা। আমি অধীর আগ্রহে বসে আছি। আমাকে প্রথম পাতায় যাওয়ার অনুমিত দেয়া হবে।
আমি কোন ব্লগার কে চিনি না। যে আমাকে মন্ত্যব্য করে প্রথম পাতায় যাওয়ার সুপারিশ করবে। আমি প্রথম পাতায় যাইতে চাই।
জাতী আমার লিখা পড়ে পড়তে পড়তে কান্নায় ভেঙ্গ পড়বে আবার হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বে।
সরকার বিব্রত বোধ ও করতে পারে।
দূর্নিতি বাজরা আতংকে থাকবে। প্রতিনিয়ত মতামতে মতামতে ক্লগ গরম হয়ে যাবে।
বিতর্কের তুফান উঠবে। কখনো সুনামী দেখা দিতে পারে।
আমার নুতন এক পরিচয় মানূষ জানবে আমি একজন ব্লগার।
কখনো আমাকে কেউ গালি দিতে পারে হারামজাদা বলে।
কারো আতে ঘা লাগতে পারে। হুসিয়ার সাবধান খামোশ
আমাকে প্রথম পাতায় লিখার একসেস দিয়া হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।