আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
মহান মন্ত্রে দিপ্ত আমি,
জাগবো উগলে কবর মাটি,
বন্দিত্বের দেয়াল, কাঁপিয়ে ভুমি।
মহান মন্ত্রে দ্প্তি আমি।
মাতাল ভাষন, শুরা কবিতায়
মূর্ছা সুরের প্রণয় গীতি-তার, লাগাম খানি, ভাঙ্গব আমি।
মহান মন্ত্রে দিপ্ত আমি, কাল বৈশাখী ছোবল আমি।
আকাশ আমার সুপ্ত আশা, চাঁদের বুকে আমার বাসা
তারার্ আলোয় জ্বলে জ্বলে, আনব আমি, অমিয় বানী
ধরব আমি তরীর ডানি, দিপ্ত পনে মগ্ন আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।