আমাদের কথা খুঁজে নিন

   

Pink Floyd, যাদু ও ডাউনলোড লিংক

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

ষাটের দশকে Pink Floyd নাম ডাক শোনা যতো। ১৯৭০ এর দিকে তারা প্রোগেসিভ রকের দিকে ঝুকে গেলো। এর পর থেকেই Pink Floyd মিউজিকের রাজ্যে রাজা হয়ে রাজত্ব করা শুরু করলো। একের পর এক যাদুকরী সুরের হিট এলবাম, তাদের ক্রমাগত সাফল্য আসতেই থাকলো।

১৯৬৮ সালের Pink Floyd এর সদস্যরা (বাম থেকে ডানে): Nick Mason, Syd Barrett, David Gilmour (সামনে বসে), Roger Waters এবং Richard Wright ১৯৬৫ সালে স্থাপত্যকলার কিছু ছাত্র Nick Mason, Syd Barrett, David Gilmour (seated in front), Roger Waters এবং Richard Wright এর সমন্বয়ে ব্যান্ডের প্রথম দিকের কাজ শুরু করেন। পরবর্তিতে Klose ব্যান্ড ছেড়ে চলে গেলেও ব্যান্ডের মূল অংশের জনপ্রিয়তা তখনও তুঙ্গে। Pink Floyd এর ক্লাসিক লাইনআপ,উপর থেকে ঘড়ির গতির দিকানুসারে, Roger Waters, David Gilmour, Richard Wright এবং Nick Mason। ১৯৮৫ তে ব্যান্ড থেকে Roger Waters চলে যান। তারপর থেকে মূল ব্যান্ডের জনপ্রিয়তা একটু কমলেও Pink Floyd তখনও জীবিত।

বর্তমানে সবাই এখন আলাদা হয়ে কাজ করেন। ফলে, Pink Floyd বলতে এখন আর কিছু নেই। তবুও, সেই অদ্ভুদ সুর আজও বেঁচে আছে। Pink Floyd এর এলবামগুলো ও তাদের প্রকাশিত এলবামের সাল সংগে যতখানি পেরেছি তাদের ডাউনলোড লিংক। আশা করি, Pink Floyd ভালো লাগবে।

ভালো থাকুন। সবাইকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা। ১৯৬৭ The Piper at the Gates of Dawn ডাউনলোড লিংক ১৯৬৮ A Saucerful of Secrets ডাউনলোড লিংক ১৯৬৯ Soundtrack from the Film More ১৯৬৯ Ummagumma ডাউনলোড লিংক ১৯৭০ Atom Heart Mother ডাউনলোড লিংক ১৯৭১ Meddle ডাউনলোড লিংক ১৯৭২ Obscured by Clouds ডাউনলোড লিংক ১৯৭৩ The Dark Side of the Moon ডাউনলোড লিংক ১৯৭৫ Wish You Were Here ডাউনলোড লিংক ১৯৭৭ Animals ডাউনলোড লিংক ১৯৭৯ The Wall ডাউনলোড লিংক পর্ব ১ ডাউনলোড লিংক পর্ব ২ ১৯৮৩ The Final Cut ডাউনলোড লিংক ১৯৮৭ A Momentary Lapse of Reason ডাউনলোড লিংক ১৯৯৪ The Division Bell ডাউনলোড লিংক Pink Floyd সম্পর্কে বিস্তারিত জানুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।