ফোঁটায় ফোঁটায় জহর আমি জমা করে রাখি তোর নাম করে বুড়ি জপি নতুন রুবাই ।
টীকাভাষ্য
১০.
দূরে, দূরে বেজে ওঠছে ড্রাম। ট্র্যাম্পেট। করুণ বিউগল। নিকটবর্তী কোলাহল আরো দূর মনে হয়।
নৈকট্য কেবল পাতার। শালবন কাছে ছিলো। আরো কাছে ধ্বসে পড়া বাড়ি। কাফ্রি বাজারে হঠাৎ ঢুকে গেলে বাইজানটাইন সম্রাজ্ঞী, নিজেকে কেমন বোকা বোকা লাগে। এক আলোকজ্জ্বল নগরীর অন্ধকার গলিপথে ঢুকে পড়ার পরমুহূর্তে দূরে বেজে ওঠছে ড্রাম, করুণ বিউগল- উত্থানরহিত এইসব কূহক ধার করা অবচেতন।
সর্বপ্রাণতার মিলিত প্রবাহে আজ নিজেকে পণ্য ভাবলে, আব্রাহাম! আব্রাহাম! স্উচ্চ পাহাড় চূড়া আর খোদিত ব্যক্তিগত মুখ বড় দূর মনে হয়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।