আমাদের কথা খুঁজে নিন

   

Power Point presentation in Web.

হৃদয়ের ভাষা বর্ণমালায় প্রকাশ করার প্রচেষ্টায়......।

এমএস পাওয়ার পয়েন্টে ২০০০-এ তৈরি করা কোনো উপস্থাপনাকে ওয়েব উপযোগী করা যেতে পারে। এ জন্য উপস্থাপনাকে (প্রেজেন্টেশন) এইচটিএমএলে (হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ) রূপান্তর করতে হবে। ফাইল খুলে File মেনু থেকে HTML-এ ক্লিক করতে হবে। পর্দায় Save As HTML নামে একটি ডায়ালগ বক্স আসবে।

Next-এ ক্লিক করতে হবে। লে-আউট নির্বাচনের জন্য Save As HTML নামে একটি ডায়ালগ বক্স আসবে। যদি সংরক্ষিত লে-আউট থাকে তাহলে Load Existing layout সিলেকশন বক্সে তালিকা আসবে। তালিকা থেকে যেকোনোটি নির্বাচন করে অথবা নতুন লে-আউটের জন্য New layout অপশনটি সিলেক্ট করতে হবে। আবার Next-এ ক্লিক করতে হবে।

পর্দায় Page style নির্বাচনের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। যেকোনো Page style নির্বাচন করে Next বাটনে ক্লিক করতে হবে। গ্রাফিক্সের ধরন কী হবে, তা নির্বাচনের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। আবার Next বাটনে ক্লিক করতে হবে। মনিটরের কত রেজ্যুলেশনে গ্রাফিক্স তৈরি হবে, তা নির্ধারণের জন্য এটি ডায়ালগ বক্স আসবে।

রেজ্যুলেশন নির্বাচন করে Next বাটনে ক্লিক করলে ডায়ালগ বক্সটি ওপেন হবে। Information page options নির্দিষ্ট করে Next বাটনে ক্লিক কতে হবে। পৃষ্ঠার রং নির্বাচন এবং বাটন নির্বাচন করার জন্য একটি ডায়ালগ বক্স আসবে। প্রয়োজনীয় অপশন নির্বাচন করে Next বাটনে ক্লিক করলে বাটন স্টাইল নির্বাচনের জন্য একটি ডায়ালগ প্রদর্শিত হবে। যেকোনো স্টাইলের বাটন নির্বাচন করে Next বাটনে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে।

অপশনটি নির্বাচন করে বা না করে Next বাটনে ক্লিক করতে হবে। স্লাইডটি HTML ফরমেটে কোন ফোল্ডারে নির্বাচন করা হবে, তা দেখিয়ে দিতে হবে। এবার Finish করে ফাইলের একটি নাম দিয়ে সেইভ করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।