আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি আরবে ঈদের আনন্দ

স্বাগতম

এবার ঈদুল ফিতরের ছুটি ছিল পুরো একটা সপ্তাহ। তাই আগে ভাগেই সিদ্ধান্ত ছিল একটা বড়সর পুনর্মিলনী করার। ইতিমধ্যে আমরা ফ্রেন্ডস গ্রুপ আল-খুবার নামে বৈশাখী মেলাসহ বেশকিছু অনুষ্ঠান করেছিলাম,তাই আরো একটা অনুষ্ঠানে আমাদের জন্য কোন ব্যাপারই না। আমি, আজিজভাই, খলেদভাই,ইকবালভাই,রাশেদভাই,মোশাররফভাই, মঈনভাই,টোকনভাই ও সাইদভাই মিলে প্রোগরাম ফিক্সড। গরুটা কিনেছিলাম শিয়াদের শহর আল-কাতিফ থেকে আমাদের এখানে এখন ব্যবসা মন্দা তাই আগে যে ব্যবসায়ী ভাইয়েরা এই জাতীয় অনুষ্ঠান করতো তারা এখন চুপচাপ বসে আছেন।

আর আমরা চাকুরীজীবিরাই সৎসাহস নিয়ে এগিয়ে এলাম। এছারা ব্যাপকভাবে দাওয়াত করতে গিয়ে দেখা গেল বিভিন্ন ভাগে বিভক্ত আমাদের কমিউনিটির বেহাল অবস্থা!রাজনৈতিক দল আওয়ামীলিগ আর বিএনপির মধ্যে কয়েকটা উপদল ছারাও বাংলাদেশ স্কুল কমিটি নিয়ে রয়েছে বেশ কিছু গ্রুপ। তাই একজনকে দাওয়াত দিলে অন্যজন বলেন তাকে দিলে আমি নেই বা আমাকে দাওয়াত দিলে অমুককে দাওয়াত দিতে হবে!তবে শেষ পর্যন্ত আমাদের নি্রপেক্ষতার অজুহাত দিয়ে অনেক পরিবারকেই নিয়ে আসতে সামর্থ হই। আমাদের আনুমানিক অতিথী সংখ্যা ছিল একশত কিন্তু শেষ হিসেবে দেখা গেল একশত ষাটটি পরিবার আমরা একত্রিত করতে পেরেছিলাম। অতিথীরা অনুষ্ঠানের স্টল থেকে কেনাকাটা করছে পুরস্কার ও গানের অনুষ্ঠান এখানে চলেছে অনুষ্ঠানে আমাদের আড্ডা অনেক চেস্টায় তোলা ভাবীদের আড্ডার একাংশ বিকেল তিনটে থেকে অতিথী আসতে শুরু করে।

ছোট বড় সকলের জন্যই খেলার আয়োজন ছিল,এমনকি ভাবীদের জন্যও ছিল বালিশ গেমসহ কিছু আইটেমস। গানের আসরও বসেছিল। এছারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে চলে গল্প আর রাজনীতির আড্ডা। রাত আরাইটা পর্যন্ত চলে আমাদের এই মিলনমেলা। পাদটিকাঃ ইচ্ছে ছিল ছবি ব্লগের।

কিন্তু ক্যামেরাটা বিট্রে করায় সম্ভব হলনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.