শহরের মধ্যে প্রকৃতির সান্নিধ্য পাওয়া খুবই দুর্লভ। আর শরতের চিরচেনা নদীপাড়ের কাশ ফুল তো ঢাকায় কল্পনাই করা যায় না। কিন্তু ঢাকার মধ্যেই বাড্ডায় আফতাবনগরের কাশবন দেখে আসা যায়। বিস্তীর্ন খোলা জায়গা জুড়ে শুধু কাশফুল আর কাশফুল। চোখ জুড়িয়ে যাবে।
রামপুরা ব্রীজ পার হয়ে বাড্ডার দিকে নামতেই হাতের ডানে আফতাবনগর। রিকশা নিয়ে কিংবা হেঁটে সোজা চলে যান পূর্বদিকে। একেবারে আফতাবনগরের মাঝামাঝি গেলেই দেখা পাবেন কাশফুলের। যতদূর চোখ যায় শুধু কাশফুল । প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে চাইবে মন।
কিছুদিন পরে আফতাবনগর ছেয়ে যাবে কঠিন ইট পাথরের বিল্ডিংয়ে। তখন কিন্তু আর থাকবে না কোন কাশফুল কিংবা প্রকৃতির ছোয়া। তাই সুযোগ থাকতেই চলুন দেখে আসি কাশফুল ও কাশবন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।