বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
আজ সকাল থেকেই হঠাৎ করে খিচুড়ী খেতে ইচ্ছে করছিল। মাকে বললাম দুপুরে খিচুড়ী রান্না করার জন্য। বৃষ্টির দিনে খিচুড়ী খাওয়ার আলাদা মজা আছে সেটা সবাই জানেন। কিন্তু সকালে আমি যখন মাকে বললাম খিচুড়ী রান্নার কথা, তখন আবহাওয়া একেবারে পরিষ্কার ছিল, বৃষ্টির নামগন্ধ ছিলনা একেবারে।
দুপুরে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় আকাশ কিছুটা মেঘলা ছিল, কিন্তু পরিস্থিতি এমন ছিলনা যে ছাতা নিয়ে মসজিদে যাব। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়েই দেখি ঝুম বৃষ্টি। অগত্যা কি করা, বৃষ্টিতে কাকভেজা হয়েই বাসায় ফিরতে হল। ফেরার সময় মনে পড়ল আজ দুপুরের মেনু খিচুড়ী, ওটা মনে পড়তেই বৃষ্টিতে ভেজার মজাটা আরো বেড়ে গেল । পরিস্থিতি হয়ে গেল এমন যে, সকালে খিচুড়ী রান্না করতে বললাম, আর দুপুরে বাঘতালীয়ভাবে( ) বৃষ্টি শুরু হল।
খিচুড়ী খেতে এতই নিমগ্ন ছিলাম যে, খিচুড়ীর ছবি তোলার কথা মনে ছিলনা, নাহলে তরতাজা খিচুড়ীর ছবি দিয়ে পোষ্ট দিতাম। কিন্তু আপনাদেরকে তো আর নিরাশ করতে পারিনা, তাই গুগল আংকেলের দোকান থেকে একটা ছবি দিলাম । আপনারা যারা খাইতে পারেন্নাই, তারা বইসা বইসা আফসুস খান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।