আমাদের কথা খুঁজে নিন

   

জরুরী সাহায্য চাই- Linux এ ফাইল রিকভারী

We can easily forgive a child who is afraid of the dark; the real tragedy of life is when men are afraid of the light. ----------Plato আমার পিসি ক'দিন আগে থেকে স্টার্ট হচ্ছিলো না। উইন্ডোজ লোডিং এসে আবার রিস্টার্ট দিচ্ছিলো। আমার পুরা হার্ড ডিস্ক ভর্তি। সেট আপ বা উইন্ডোজ রিকভারি দিব সেই উপায় পাচ্ছিলাম না। হাতের কাছে মিন্ট এর সিডি ছিলো, ঐটা দিয়েই এখন চালাচ্ছি।

কিন্তু সমস্যা হলো মিন্ট চালু অবস্থায় আমার পেন্ড্রাইভ থেকে কিছু গুরুত্ব পূর্ণ ভিডিও কোন ভাবে ডিলিট হয়ে গেছে। আগামী ২৫ তারিখে সেগুলা উপযুক্ত মালিককে না দিতে পারলে মান ইজ্জত কিছু থাকবে না। কিছু ডকুমেন্টারী ভিডিও। ২.৫ এর কিছু বেশী। গুগল করে মাথা আরো আউলে গেছে।

ফাইল সিস্টেম, হেন তেন কিছু বুঝতে পারছি না। সমূহ বিপদ! আমি মিন্ট ১৩ মায়ার MATE এডিশন চালাচ্ছি, লাইভ সিডি থেকে। প্রিয় সামু থেকেই লিনাক্স নিয়ে আগ্রহ তৈরী হয়। এরপর থেকে সময় অসময় লাইভ সিডি থেকে উবুন্টু আর মিন্ট চালিয়েছি। দয়া করে সাহায্য করুন প্লিজ!!! পোস্ট ঠিক মতো দেখা না গেলে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.