আমাদের কথা খুঁজে নিন

   

ধূসর কালপুরুষ!!!!!!!!!!

কিংকর্তব্যবিমূঢ় এক বাউন্ডুলে পথিকের পথচলা......

আমি সেই কালপুরুষ যে মৃত্যূ নিয়ে স্বপ্ন দেখতে দ্বিধা বোধ করেনি হ্যাঁ আমি সেই কালপুরুষ যে দুঃখগুলোকে ঢেকেছে ফুলের রঙিন চাদরে, আমি সেই কালপুরুষ যে আগুনে হাত দিতে ভয় পায়নি হ্যাঁ আমি সেই কালপুরুষ যার সকল স্বপ্ন্ ভেসে গেছে তোমার আমাবস্যার নহরে । আমি সেই কালপুরুষ যে ছুটে চলে বন্ধুর পথ চিড়ে হ্যাঁ আমি সেই কালপুরুষ যে গড়েছিল তোমায় উচ্ছ্বসি্ত কৈশোরের ঐ দিনগূলিতে, আমি সেই কালপুরুষ যে এক পশলা বৃষ্টিতে ভিজতে চেয়েছিল তোমার হাতটি ধরে হ্যাঁ আমি সেই কালপুরুষ যার সকল স্বপ্নকে তুমি ঠেলে দিয়েছ এক ধূসর জগতে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।