আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
আমার জানা নেই পৃথিবীর কতটা দেশে এভাবে ঈদের ছুটি বা অন্নান্য ছুটিতে দীঘা`য়িত সময়ের জন্য পত্র পত্রিকা বন্ধ থাকে। আমার এটাও জানা নেই আসলে এ সিদ্বান্ত কতটা সঠিক। তবে এটা বলতে পারি , যে যেখানেই থাকুক না কেন পত্রিকার মাধ্যমে সংবাদ একটি অতি গুরত্ব পৃন` ব্যাপার।
ধরা যাক যারা দেশে শহরে আছেন তারা বিভিন্ন টিভি চ্যানেল গুলো থেকে সরাসরি সকল নিউজ গুলি সহজেই পেতে পারে। যারা শহরের বাইরে গ্রামে থাকেন এবং ডিস লাইনের ব্যবস্থা নেই , সেই শুধু এক বাংলাদেশ টি ভি। হাসিনার সরকার ক্ষমতায় থাকলে হাসিনা প্রচার আর খালেদার সরকার ক্ষমতায় থাকলে খালেদা প্রচার।
আর যারা বিদেশে থাকেন তাদের অনেক সময় টেলিভিশনের মাধ্যমে চ্যনেল দেখা সম্ভব হয়না সেক্ষেত্রে সারা দিনের নিউজ গুলো ওয়েভ সাইটে পত্রিকা গুলো থেকে ভাল ভাবে পড়া যায় বা পত্রিকা কিনতেও পাওয়া যায়।
পৃথিবীতে অনেক কিছুই কখনোই বন্ধ থাকেনা এমনকি বাংলাদেশেও। যেমন টেলিভিশন, হোটেল, রেস্টোরেন্ট, হাসপাতাল, যানবাহন, গবাদী পশুর ফাম`, পোল্টি ফাম`, পাক`, এমনকি চায়ের দোকান।
তাহলে কি পত্রিকা বন্ধ থাকাটা অযৌক্তিক নাকি যৌক্তিক?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।