আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগও দেখি বাংলালিংকের মত নেটওয়ার্ক বিজি

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

চাঁদ উঠার সাথে সাথে সবাই মনে হয় মোবাইলের উপর ঝাঁপিয়ে পড়েছে। সারাদিনের রোজার ক্লান্তিও কোন কাজে আসছে না মনে হয়। যেখানেই ফোন করি দেখি নেটওয়ার্ক বিজি। আর ব্যাপারটা বেশী ঘটছে বাংলালিংকের বেলায়।

কোন বাংলালিংক নম্বরে সংযোগ পাওয়া যাচ্ছে না। হয় "নেটওয়ার্ক বিজি" না হয় বলছে "সংযোগ দেয়া যাচ্ছে না"। ইফতারের পর টিভিতে বসলাম ভালো কোন প্রোগ্রাম দেখবো বলে। যে চ্যানেলেই যাই সেখানেই "রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ" গানটা বাজছে। তারমানে এই গানের চোটে সব অনুষ্ঠানের "নেটওয়ার্ক বিজি"।

গেলাম মোবাইলের ব্যালেন্স লোড করতে। কিন্তু সেখানেও দোকানদারের ঝাড়ি খেলাম। আমাকে বলল, "ভাই লাইনে দাঁড়ান, আপনার আগে অনেকজন আছে"। দেখলাম বিশাল লাইন, দুই নাম্বার ওয়েতে দোকানদারের পুচকে ছোঁড়ার হাতে পাঁচ টাকা গুঁজে দিয়ে আগে ভাগে সিরিয়াল নিলাম। তারমানে এখানেও নেটওয়ার্ক বিজি।

তারপর গেলাম, মাংশের দোকানে। বহুত ক্যাচাল। কসাই মামার চেহারাই দেখা যাচ্ছে না। দুটো লাইন, একটা মানুষের আর একটা গরুর। একটা করে গরু জবাই হচ্ছে আর সেটা বানিয়ে লাইনে দাঁড়ানো মানুষদের কাছে বিক্রি করা হচ্ছে।

তার মানে এখানেও কসাই মামার এর নেটওয়ার্ক বিজি। তারপর গেলাম, বউকে নিয়ে গেলাম পার্সোনায় মেহেদী লাগাতে। হায় হায় এখানে আরো খারাপ অবস্থা। পুরা বেগতিক। আমি দুরে দাঁড়িয়ে দেখলাম আমার বউ বিউটি পার্লারের দরজাতেই ঢুকতে অনেক সময় নিলো অনেক কসরত করে।

বিউটি পার্লারের সিড়িতে মহিলা আর মহিলা। কার আগে কে যাবে, ধস্তাধস্তি!! দুরে দাঁড়িয়ে সাস্থ্যবাতী (২৯ টা রোজাও কাবু করতে পারেনি ) মহিলাদের ধস্তাধস্তি ছিল উপভোগ্য। তারমানে এখানেও নেটওয়ার্ক বিজি। সেখান থেকে ফিরে আসার সময় মহল্লার ছোট ভাইদের সাথে দেখা। আমাকে দেখেই বুকে জড়িয়ে ধরে বলল, "বড় ভাই ঈদ মোবারক, কাল আইতাছি, সেলামী রেডী রাইখেন"।

আমি ঝটকা টানে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, "নেটওয়ার্ক বিজি, ঈদের পরে দেখা করিস"। তারপর আর কি করা? বাসায় এসে পিসিতে ব্লগ খুলেই দেখি এখানেও একই অবস্থা। খালি ঈদ মোবারকের পোষ্ট। আর কোন কথা নেই। ঈদ মোবারকের জ্বালায় ব্লগের নেটওয়ার্কও পুরা বিজি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।