আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগও কি যাবে বুটের তলায় ???

smziz@yahoo.com

বিডিআর'র ঘটনার শুরু থেকেই সমস্ত মিডিয়ার প্রায় বেশিরভাগই খবর ছিল এসংক্রান্ত। এই সাথে ব্লগগুলিও এর ব্যতিক্রম ছিল না। সামহোয়ারইন-এ তো পোস্টের ফ্লাডিং হচ্ছিল। একপর্যায়ে তো দেখাগেল সামহোয়ারইন লাইভ মিডিয়ায় পরিনত হয়েছে। সামহোয়ারইন থেকে তখন অনেক গুরুত্ত্বপুর্ন সংবাদ পাওয়া যাচ্ছিল।

প্রথম প্রথম মিডিয়াগুলো মুক্তমনা সংবাদ পরিবেশন করলেও পরে দেখা গেল কোন কোনটিকে বগলদাবা করা হয়েছে, কোন কোনটি চুপসে গেছে, কোন কোনটি একালের রোমান সাম্রাজ্যের যুবরাজদের চরনে লুটিয়ে পরে পদলেহন শুরু করেছে। এদিকে আবার ব্লগ নামে কি যেন একটা গজিয়েছে, এগুলোতে 'ব্লাডি সিভিলিয়ানগুলো' ফ্রিস্টাইলে সমানতালে লিখে যাচ্ছে। এগুলোর মধ্যে সামহোয়ারইন নামের ব্লগটি আবার বেশি ফালাফালি করতাসে। এরা আবার একটু বেশি স্বাধীনভাবে অনেক গোপন কথা বলে দিচ্ছে। এখানকার দারোয়ানগুলো সেই প্রভুদের বিরুদ্বে লিখে যাচ্ছে, বিষোদগার করছে ('প্রভু এবং দারোয়ান' কথাটা আমার সৃষ্ট না, এখানকার একজন এলিট ব্লগার তার কোনো এক লেখায় বলেছিলেন সেইসব কথিত নিম্নশ্রেনীর মানুষদের সাথে নিজেদেরকে তুলনা করে) ।

এগুলোর মুখ বন্ধ না করলে তো মহামুশকিল, এগুলোকে সাইজ করতে হবে। এখন এক অজানা আশংকায় আছি কখন না আবার আমাদের এই প্রিয় সামহোয়ারইনকে বুটের তলায় নিয়ে যাওয়া হয়। হয়তো তখন আমাদের স্বাধীনভাবে মত প্রকাশের, কথা বলার একমাত্র শেষ পথটিও বন্ধ হয়ে যাবে। এরকম কি হতে পারে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।