আমাদের কথা খুঁজে নিন

   

চায়না যেতে চাই



ভ্রমন + ব্যাবসার জন্য কিছু কেনাকাটা । চায়না যেতে চাই ভ্রমন + ব্যাবসার জন্য কিছু কেনাকাটা কিছু বিষয়ে হেল্প দরকার । যদি পারেন একটু সাহায্য করুন। ১। বিজনেস ভিসার জন্য ইনভাইটেসন লেটার দরকার, কিন্তু আমাকে ইনভাইটেসন লেটার দেবার মত কেউ নাই, ভিসা করার কোন ব্যাবস্থা আছে ? ২।

আমি মোবাইলের পার্টস আনতে চাই, যেমন- ডিসপ্লে, র্যাবন, আই.সি, মেমোরী কার্ড ইত্যাদি। আমার জামাকাপড় সহ কোন ভাবেই ৩০ কেজির বেশী হবে না। বাংলাদেশের এয়ারপোর্টে কি সমস্যা হবে ? ৩। এই সব মাল কোথায় কম দামে পাওয়া যাবে ? কুনমিং না গুয়াংজু ? দুই একটা মার্কেটের নাম জানালে ভালো হতো। ৪।

চায়নায় সাধারন ভাবে থাকলে ৮-১০ দিনের হোটেল ভারা এবং খাওয়ার খরচ কেমন হবে ? ৫। কুনমিং এবং গুয়াংজুর কাছাকাছি দেখার মত কিছু জায়গার নাম জানালে ভালো হয়। এই প্রশ্ন গুলির উত্তর পেলে আমার অনেক উপকার হয়, কেউ জানলে একটু কষ্টকরে জানাবেন প্লিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।