আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !!
সারাদিন খেটে ১১৫টাকা ইনকাম করে ৭০টাকা দিয়ে শামসুর রহমানের একটা কবিতার বই কিনে ফেললেন তিনি ...বিকালে আর প্যাডেল ঘুরে না আলম ভাই এর । টাকা ইনকামের ধান্দা বাদ.....রাজাকারের বিরুদ্ধে শ্লোগান দিতে এখন পর্যন্ত রাস্তায় বসে আছেন এই আবৃত্তিকার !!
জয়তু সিলেটের প্রগতিশীল রিকশাওয়ালা আলম ভাই !!
আরেকটা কথা।
একটু আগে বিপিএল দেখলাম...
গেইল, দিলশান, আশরাফুল, সাকিব, মাশরাফি, পোলার্ড, স্টিভেনস, থমাস-এটা কি ঢাকা গ্ল্যাডিয়েটর্স নাকি বিশ্ব একাদশ ?? খেলার কি দরকার ছিল, কাপটা ভিক্ষা চাইলেই চলতো দিয়ে দিতাম।
মুশফিকুর রাহিম-এই প্লেয়ারটির জন্য চোখ থেকে পানি বের হয়ে গেলো। এইরকম ভালো মনের ক্রিকেটার আমি আমার জীবনেও দেখি নাই।
চিগাম্বুরাকে বাঁচানোর জন্য নিজে রান-আউট হলো! তোমার মতো একজন ক্রিকেটারকে পেয়ে আমরা গর্বিত মুশফিক। তোমাকে কোটি কোটি সালাম।
যাই হোক, সাবাশ সিলেট রয়েলস। বীরের মতো খেলেছ তোমরা । কাইল থিকি তোমরারে সিলটর চৌহাট্টাত আন্দোলনের মাটোত চাই ।
কিত্যা মাত বাই !! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।