দয়া করে লিখাটি শেয়ের করুন।
আইয়ুব আলির রক্তে যে অধিকার এল তা যেন সুবিধাভুগিরা ভুলে না যায়।
((করে ''অধিকার চেয়ে'' চিৎকার
একটি দেহের দিয়া বলিদান,
জাগো বিভা ভরি হয়ে শর্বরী
জাগো লক্ষ হৃদয় ভরে প্রাণ।
জাগো গুরু হে।
চির অক্ষয় তুমি অমরাবতে,
অমর হয়েছ হয়েছ শহীদ-
তোমার রুধিরে ভাঙ্গিয়াছে আজ
কীর্তিনাশার রক্তনিদ-
গুরু তব জয়তু শুরুহে।
))
বলছিলাম আইয়ুব আলির কথা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করনের দাবিতে আন্দুলন শান্তিপূর্ণ আন্দুলন করতে গিয়া পুলিশি নির্যাতনে এই শিক্ষাগুরুর ম্রিত্য হয়। তার জিবনের বিনিময়ে আজ এই ২৪ হাজার বিদ্যালয় জাতীয়করন হচ্ছে।
চব্বিশ হাজার বাগানে এখন বসন্ত আসবে, লক্ষ লক্ষ ফুল হয়ে ফুটবে আইয়ুব আলির প্রাণ, রক্তের মত লাল। যারা নিজের বুকে জলের পিপাশা লয়ে ২০টি বছর ফুয়ারার মত জল ছিটিয়েছে অগনিত নবিন বিথিকা তরুতে।
আজ তাদের পিপাশা মেটাবার দিন এসেছে। সরুবর হয়েছে আইয়ুব আলির হৃদপিণ্ড। এসেছে বহিয়া লাল সুধাবারি লয়ে।
সেই ২৪ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরতমানে যারা শিক্ষক আছেন তাদের কাছে আমাদের আবেদন আপ্নারা যেন তাকে ভুলে না যান। আমাদের দাবি আপ্নারা ওনার নামে একতা মেমোরিয়াল ট্রাস্ট করে ওনার পরিবারের অর্থনিতিক এবং মৌলিক সমস্যাবলি সমাধানে সচেষ্ট হবেন, এটাই আমাদের আশা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।