© এই খানে প্রকাশিত সকল লেখার এবং অন্যান্য হাবিজাবি সমুহের সর্বসত্ত্ব লেখকের...©
দূরবর্তী লাইটহাউজের শেষ আলোর বিন্দুরা যখন মিলিয়ে গেলো
ক্ষয়িষ্ণু ঈদের চাঁদের কোনায়,
তখনই হেসে উঠেছে ওপাড়ার ক্লান্ত শিশুদের ঘুম।
বুভুক্ষু তৃষ্ণায় জাহাজের ঢেউগুলো অবিরাম তাল মিলিয়ে গেছে সিগারেট নিসৃত ধোঁয়ার ছন্দে
কালো বরফের আড়মোড়া ভাঙ্গা ধ্রুবতারাদের সভা চলেছিলো মেষ রাশির অগম্য ক্ষেত্রে।
বৃষ্টি কি হয় ওখানে?
যেখানে সুমেরূ কুমেরূ একাকীত্ব নিয়ে শুয়ে থাকে বিরহের দোলাচলে...
রাতেরা কি গান গায়?
দিবাচর পাখিদের স্বপ্নে কিংবা কৃষ্ণগহ্বরে ঘর বাধা ভিখারীর থলেতে?
দুপুর তিনটা ছয় বেজেছে আমার শরীরে
ওখানে এখন কতো রাত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।